উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, নজরে প্রশাসনিক পর্যালোচনা ও শিল্প-বিনিয়োগ

পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী

আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চারদিনের এই সফরে রাজ্য প্রশাসনের পাশাপাশি বণিকমহলের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

সোমবার শিলিগুড়িতে উত্তরবঙ্গের বণিকমহলের সঙ্গে মুখোমুখি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে গঠিত ‘সিনার্জি কমিটি’র প্রেক্ষিতে বিনিয়োগে প্রক্রিয়াগত জট সরানোর বিষয়েই এই বৈঠক।

মঙ্গলবার জলপাইগুড়ির ওদলাবাড়িতে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এরপর বুধবার উত্তরকন্যায় অনুষ্ঠিত হবে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক। উত্তরবঙ্গের সব জেলার আধিকারিক ও জনপ্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন।

আগামী বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শিলিগুড়ি থেকে কলকাতায় ফিরবেন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক