Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
অজানা জ্বরে ভুগছে উত্তরবঙ্গের শিশুরা, মৃত ৮ মাসের শিশু - NewsOnly24

অজানা জ্বরে ভুগছে উত্তরবঙ্গের শিশুরা, মৃত ৮ মাসের শিশু

ডেস্ক: অজানা জ্বরে কাবু উত্তরবঙ্গের শিশুরা। গত কয়েকদিন ধরেই জলপাইগুড়িতে একের পর এক শিশুর শরীরে ভাইরাল ফিভারের উপসর্গ দেখা দেয়। অজানা জ্বরে ফের মৃত্যু আরও এক শিশুর। সোমবার রাতে, ময়নাগুড়ি হাসপাতালে অজানা জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় একটি ৮মাসের শিশু। করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। গতরাত থেকে শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হলেও মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়। ১২০জনেরও বেশি শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতালের শিশু বিভাগের বেড বৃদ্ধি করা হচ্ছে। 

আরও পড়ুন: উৎসবের মরশুমে স্টেশনেই মিলবে মন ভালো করা বাঙালি পদ


এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ২২জন শিশুকে জ্বরে আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু কেন এই জ্বর তা নিয়ে উদ্বেগটা থেকেই গিয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, হাসপাতালে জ্বর নিয়ে আসা শিশুদের করোনা পরীক্ষা করা হয়েছে। কিন্তু সকলেরই কোভিড নেগেটিভ। এর সঙ্গে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ অন্য়ান্য রোগের পরীক্ষাও করানো হচ্ছে। কয়েকবছর আগেও উত্তরবঙ্গে জাপানি এনসেফেলাইটিসের প্রকোপ দেখা দিয়েছিল। সেই রোগই আবার ঘুরে ফিরে আসছে কিনা সেটাও ভাবাচ্ছে স্বাস্থ্য দফতরকে। 

Related posts

ঘূর্ণাবর্তে আটকে শীত! কলকাতায় পারদ ১৮ ডিগ্রি, জেলায় কুয়াশার দাপট—জাঁকিয়ে শীতের অপেক্ষা দীর্ঘ

রাজ্যে শিক্ষক নিয়োগে গতি: প্রাথমিকের ১৩,৪২১ শূন্যপদে আবেদন শুরু, বছরে ৬২ হাজার নিয়োগের আশা

রাজভবনে অস্ত্র মজুতের অভিযোগ, তৃণমূল সাংসদ কল্যাণের বিরুদ্ধে ফৌজদারি মামলা, সর্বোচ্চ ৭ বছরের জেলের সম্ভাবনা