প্রথম পাতা খবর দক্ষিণ চীন সাগরে ফের চীনের দাদাগিরি

দক্ষিণ চীন সাগরে ফের চীনের দাদাগিরি

329 views
A+A-
Reset

একদিকে কৃষ্ণসাগরের তীরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। বিশ্বের অপর প্রান্তে দক্ষিণ কোরিয়ার ওপর ফের উত্তর কোরিয়ার ব্যালেস্টিক মিসাইল হানা। পাশাপাশি বিশ্বের আরেক প্রান্তে এবার আবার শুরু চীনের দাদাগিরি। গোটা বিশ্ব যখন কাঁপছে যুদ্ধ জ্বরে, তখন নতুন করে দক্ষিণ চিন সাগরে উত্তেজনা বাধাল বেজিং।

শনিবার ভিয়েতনামের উপকূলে আবারও নৌযুদ্ধের মহড়া শুরু করার কথা ঘোষণা করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ। ওই এলাকায় বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধের ফরমানও জারি করেছে চীন। তবে হেনানের মেরিটাইম সেফটি অ্যাডমিনিস্ট্রেশন একে রুটিন অনুশীলন বলে জানিয়েছে। আগামী ১৫ই মার্চ পর্যন্ত ওই নৌ-মহড়া চলবে বলে জানা গেছে। দক্ষিণ ভিয়েতনাম সরকার সূত্রের খবর, চিনের হেনান প্রদেশের সানিয়া নৌঁঘাটিতে চিনা সরকারের তরফে যে বাহিনী মোতায়েন করা রয়েছে তারাই এই নৌ-মহড়ায় অংশ নেওয়ার প্রস্তুতি শুরু করেছে।

বিতর্কিত ওই জলপথের উপর চিনা ফৌজ কৃত্রিম দ্বীপ তৈরি করেছে বলেও আগেই খবর মিলেছিল। চিন সাগর নিয়ে প্রতিবেশী দেশগুলির সঙ্গে চিনের বিরোধ নতুন নয়। এর আগেও ওই এলাকায় এমন একতরফা পদক্ষেপ করেছে চিন। তা নিয়ে দীর্ঘ দিন ধরেই অসন্তোষ জানিয়ে আসছে ওই সাগরের আশপাশে থাকা দেশগুলি। আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলির অভিযোগ, ওই সাগরকে নিজেদের ‘সাম্রাজ্য’ হিসাবে ব্যবহার করছে বেজিং।

চিনা সামরিক তৎপরতা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে ভিয়েতনাম সরকার। নিজেদের অর্থনৈতিক অঞ্চলের মধ্যে চিনা নৌসেনার এই মহড়াকে ভিয়েতনামের সার্বভৌমত্ব লঙ্ঘন বলে অভিযোগ তুলেছে সে দেশের সংবাদমাধ্যম।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.