চিংড়িঘাটা মেট্রো নির্মাণে নভেম্বরেই ট্রাফিক ব্লক, শনিবার মধ্যরাতে মহড়া কলকাতা পুলিশের

নভেম্বরে শুরু হতে চলেছে চিংড়িঘাটা মেট্রো নির্মাণকাজ। ফলে ব্যস্ত ইএম বাইপাসে যান চলাচল সচল রাখতে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ। শনিবার মধ্যরাতে সেই প্রস্তুতির মহড়া হবে বলে পুলিশ সূত্রে খবর।

কবে কবে ট্রাফিক ব্লক

মেট্রোর ভায়াডাক্ট তৈরির জন্য ১৪-১৬ নভেম্বর এবং ২১-২৩ নভেম্বর এই দুটি পর্যায়ে ট্রাফিক ব্লক নেওয়া হবে। প্রাথমিকভাবে দু’দিন মহড়ার পরিকল্পনা থাকলেও রবিবার ভিআইপি যাতায়াতের কথা মাথায় রেখে শেষে এক দিনের জন্য মহড়া করার সিদ্ধান্ত হয়।

মহড়ার পরিকল্পনা

  • ইএম বাইপাসের উত্তরমুখী ভেড়ির দিকের রাস্তা শনিবার মধ্যরাত থেকে ভোর ৪টে পর্যন্ত বন্ধ থাকবে।
    এ সময় ভেড়ির কাছে মেট্রোর তৈরি নতুন রাস্তা ব্যবহার করে চিংড়িঘাটা উড়ালপুল ধরে মাঝেরপাড়া দিকে যান চলাচল করবে।
  • দক্ষিণগামী রাস্তা রাত ২টো থেকে ভোর ৪টে পর্যন্ত বন্ধ থাকবে। চিংড়িঘাটা বাসস্ট্যান্ড পর্যন্ত ব্লক নেওয়া হবে।
    সেই সময় বাহনগুলি ডান দিক ঘেঁষে উত্তরমুখী রাস্তা ধরে কিছুটা এগিয়ে চিংড়িঘাটা উড়ালপুল থেকে আবার স্বাভাবিক পথে নামতে পারবে।
  • মাঝেরপাড়া ট্রাফিক সিগন্যাল এবং বাইপাসের চিংড়িঘাটা সিগন্যালের মধ্যে সমন্বয় রেখে যানবাহন সচল রাখবে পুলিশ।

ট্রাফিক পুলিশের এক সূত্র জানিয়েছে, এর জন্য মেট্রো কর্তৃপক্ষের সহযোগিতা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই মাঝেরপাড়ায় একটি নতুন ট্রাফিক পোস্ট তৈরি হয়েছে। আরও কয়েকটি বিষয়ে যৌথভাবে সমাধান করা হচ্ছে।

আদালতের নির্দেশে গতি

চিংড়িঘাটা মেট্রোর কাজ বহুদিন ধরেই আটকে ছিল। অবশেষে কলকাতা হাই কোর্টের নির্দেশে গত মঙ্গলবার বৈঠকে বসে মেট্রো রেল, রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল), কেএমডিএ এবং কলকাতা ও বিধাননগর পুলিশ কমিশনারেট। সেখানে নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে ট্রাফিক ব্লক নিয়ে কাজ করার সিদ্ধান্ত হয়।

এই সময়ে আরভিএনএল ৩৬৬ মিটার অসমাপ্ত কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে। কাজ সম্পূর্ণ হলে নিউ গড়িয়া থেকে জয়হিন্দ স্টেশন (বিমানবন্দর) পর্যন্ত অরেঞ্জ লাইন চালু করার পথ খুলে যাবে। একইসঙ্গে বৈঠকে চিংড়িঘাটা আন্ডারপাস নির্মাণ নিয়েও আলোচনা হয়।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?