Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
অতিমারীর ভয় কাটিয়ে কতটা ছন্দ খুঁজে পাবে এবারের বড়দিন? - NewsOnly24

অতিমারীর ভয় কাটিয়ে কতটা ছন্দ খুঁজে পাবে এবারের বড়দিন?

সাধনা দাস বসু : নলেন গুড়, জয়নগরের মোয়া, ফুলকপির সিঙ্গারা, কমলা লেবু নিয়ে শীত হাজির হৈ হৈ করে । কলকাতায় কদিন ধরেই জাঁকিয়ে শীত পড়েছে । প্রাণভরে শীত উপভোগ করছে কলকাতাবাসী ।

তুলে রাখা গরম জামা কাপড় নামিয়ে নিয়েছে । এখন তো আবার শীতের পোশাকেও নিত্য নতুন ফ্যাশন । তাই ফ্যাশন দুরস্ত বাবু-বিবিরা প্রতি বছরই গরম জামা কাপড় কেনেন । আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এ বছরে ঠান্ডা এই রকমই জবরদস্ত থাকবে । তাই বড়দিন ও বছর শেষের দিনটাও মানুষ উপভোগ করবে শীতকে।

বড়দিনের প্রস্তুতি শেষ পর্যায়ে । আলোক মালায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট ও সেন্টপলস্ ক্যাথিড্রাল । রাজ্য সরকারের উদ্যোগে পার্কস্ট্রিটের অ্যালেন পার্কে ২২শে ডিসেম্বর শুরু হয়েছে ক্রিসমাস ফেস্টিভ্যাল । চলবে ৩০ তারিখ পর্যন্ত ।

তবে করোনা সুরক্ষাবিধি মেনে এবারে এই অনুষ্ঠানে কিছু বিধি নিষেধ থাকছে ।
হুজুগে বাঙালি যে কোনো ধর্মের উৎসবকেই আপন করে নিয়েছে । তাই দুর্গা পুজো, ইদ, ক্রিসমাস সব উৎসবেই যোগদান করে ‌। কিন্তু এই অতিমারীর আবহে যখন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা বা ইদের আনন্দ ছিল অনেকটাই ফিকে , তখন বড়দিনে অন্যান্য বছরের মতো এবারও কি মানুষের ঢল নামবে পার্ক স্ট্রিটে ?

Related posts

পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তাল মুর্শিদাবাদ, হেল্পলাইন ঘোষণা অভিষেকের

ভোটের বাংলায় দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করলেন মোদী

দক্ষিণবঙ্গে শীতের দাপট কমছে, বাড়বে তাপমাত্রা, কুয়াশার সতর্কতা জারি