পুরপারিষদের সংখ্যা বাড়ছে বারাসত ও বনগাঁ মহকুমার ৬টি পুরসভায়

মধ্যমগ্রাম পুরসভা। সংগৃহীত ছবি

বারাসত: পুরপারিষদ বা চেয়ারম্যান-ইন-কাউন্সিল (সিআইসি) সদস্য বাড়তে চলেছে বারাসত ও বনগাঁ মহকুমার ছয়টি পুরসভায়। জানা গিয়েছে, পুর ও নগরোন্নয়ন দফতরের সিদ্ধান্ত অনুযায়ী চলতি সপ্তাহেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে ওই বাড়তি সদস্যদের।

জানা গিয়েছে, ‘এ’ ক্যাটিগরির বারাসত পুরসভায় এতদিন পুরপারিষদ সদস্য ছিলেন পাঁচজন। যাঁদের হাতে ছিল একাধিক দফতরের দায়িত্ব। অন্য দিকে, ‘বি’ ক্যাটিগরির মধ্যমগ্রাম পুরসভায় এতদিন মাত্র চারজন পুরপারিষদ সদস্য চেয়ারম্যানকে সহায়তা করতেন। তাঁদের হাতেও ছিল একাধিক দফতরের দায়িত্ব। এ বার এই দুই পুরসভাতেই দু’জন করে সদস্য বৃদ্ধি করা হচ্ছে।

‘ডি’ ক্যাটিগরির গোবরডাঙা পুরসভায় এতদিন কোনো সিআইসি মেম্বার ছিলেন না। পরিবর্তে স্ট্যান্ডিং কমিটি পুরসভার কাজে সহযোগিতা করে এসেছে। এ বার তিনজন কাউন্সিলারকে নিয়ে কাউন্সিল গঠনের প্রস্তুতি চলছে। পুর ও নগরোন্নয়ন দফতরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত।

একই ভাবে দু’জন পুরপারিষদ নিয়োগ করা হচ্ছে ‘সি’ ক্যাটিগরির বনগাঁ পুরসভায়। এখানে এতদিন সিআইসি মেম্বার ছিলেন তিন জন। এ ছাড়াও ‘সি’ ক্যাটিগরির হাবড়া ও অশোকনগর পুরসভা অতিরিক্ত দু’জন করে পুরপারিষদ পেতে চলেছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক