প্রথম পাতা খবর সোমবার শীতলকুচি যাচ্ছে সিআইডি-র বিশেষ তদন্তকারী দল, গুলি-কাণ্ডের পুনর্নির্মাণের সম্ভাবনা

সোমবার শীতলকুচি যাচ্ছে সিআইডি-র বিশেষ তদন্তকারী দল, গুলি-কাণ্ডের পুনর্নির্মাণের সম্ভাবনা

113 views
A+A-
Reset

ডেস্ক: সোমবার শীতলকুচি যাচ্ছে সিআইডি-র বিশেষ তদন্তকারী দল। নেতৃত্বে থাকবেন ডিআইজি সিআইডি। জানা গিয়েছে,  মাথাভাঙা থানার অফিসার ইনচার্জ ও শীতলকুচি-কাণ্ডের তদন্তকারী অফিসার যে বয়ান দিয়েছেন, সেই তথ্যের সত্যতা যাচাই করবেন আধিকারিকরা।


ভবানীভবন সূত্রের খবর, প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হবে। শীতলকুচি গুলিকাণ্ডের পুুনর্নির্মাণ করা হতে পারে। মাথাভাঙা থানার পুলিশ আধিকারিকদের জেরায় যে তথ্য উঠে এসেছে, তা যাচাই করা হবে।


ভোটের চতুর্থ দফার দিন ওই ৬ জন শীতলকুচির ১২৬ নম্বর বুথের দায়িত্বে ছিলেন। সিআইডি সূত্রে খবর, তাঁদের মধ্যে একজন ডেপুটি কম্যাড্যান্ট, চারজন কনস্টেবল ও একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার রয়েছেন। সেই বিষয়ে জওয়ানদের জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি-র বিশেষ দল। কিন্তু এখনও পর্যন্ত তাঁরা হাজিরা দেননি বলেই জানা গিয়েছে।


তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পরই শীতলকুচি কাণ্ডের তদন্তের জন্য বিশেষ দল গঠনের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু দিন আগেই ডিআইজি সিআইডি কল্যাণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। এই বিশেষ দল সোমবার শীতলকুচি যাচ্ছে। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.