Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সিসিটিভি বসানোর অগ্রগতি নিয়ে প্রধান বিচারপতির প্রশ্ন, সুপ্রিম কোর্টে কী জবাব দিল রাজ্য - NewsOnly24

সিসিটিভি বসানোর অগ্রগতি নিয়ে প্রধান বিচারপতির প্রশ্ন, সুপ্রিম কোর্টে কী জবাব দিল রাজ্য

সুপ্রিম কোর্টে সোমবার অনুষ্ঠিত আরজি কর মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সিসিটিভি বসানোর কাজের অগ্রগতি সম্পর্কে রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, কাজ সম্পন্ন করতে আরও কিছু সময় লাগবে এবং ১০ অক্টোবরের মধ্যে সিসিটিভি বসানোর কাজ সম্পূর্ণ করা হবে বলে আশ্বস্ত করেন তাঁরা।

আইনজীবী আরও জানান, রাজ্যে চলমান বন্যা পরিস্থিতির কারণে কাজ কিছুটা থমকে গিয়েছে। তবে ১৫ অক্টোবরের মধ্যে ২৮টি হাসপাতালে সিসিটিভি বসানোর পাশাপাশি শৌচাগার নির্মাণ ও সংস্কারের কাজও সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।

প্রধান বিচারপতি এই প্রেক্ষাপটে রাজ্যকে নির্দেশ দেন যে, ৩১ অক্টোবরের মধ্যে কাজ সম্পূর্ণ করতে হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, আরজি কর হাসপাতালে ডিউটি রুমের টেন্ডার হওয়ার পর কাজ স্থগিত রয়েছে এবং সিবিআইয়ের ছাড়পত্র পেলে কাজ শুরু করা যাবে। তবে সিবিআই জানিয়েছে, ঘটনার পরে ৫ দিন কাজ চলেছে এবং এখন তাদের পক্ষ থেকে আর কোনো আপত্তি নেই।

এই শুনানির মাধ্যমে সিসিটিভি বসানোর কাজের অগ্রগতি নিয়ে সুপ্রিম কোর্টের সতর্কতা ও তত্ত্বাবধান স্পষ্ট হয়ে ওঠে। রাজ্যের প্রস্তুতির ওপর নজর রেখে আগামীতে এই বিষয়ে আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Related posts

বাংলায় বাদুড়ের শরীরে নিপা ভাইরাস মেলেনি, সমীক্ষায় স্বস্তি

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য, শুনানিতে বিএলএ ঢোকার ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট

‘দু’গালে কষিয়ে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট,’ এসআইআর নিয়ে শীর্ষ আদালতের নির্দেশের পর কমিশন-বিজেপিকে তোপ অভিষেকের