ভবানীপুরে জোড়া খুনের ঘটনায় নিহত দম্পতির মেয়েকে ফোন মুখ্যমন্ত্রীর, দ্রুত তদন্তের আশ্বাস

ভবানীপুরে জোড়া খুনের ঘটনায় নিহত দম্পতির মেয়েকে ফোন করে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ারও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কলকাতা পুলিশ কমিশনারের তরফে জানানো হয়েছে, গুলি করেই হত্যা করা হয়েছিল গুজরাটি দম্পতিকে। দু’জনেরই শরীরে গুলির আঘাত পাওয়া গিয়েছে। গোটা ঘটনায় তদন্তের স্বার্থে থ্রি-ডি স্ক্যানার  ব্যবহার করা হচ্ছে বলেও জানিয়েছে কলকাতা পুলিশ।
ভবানীপুরে মৃত গুজরাটি দম্পতির ছোট মেয়ের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিবারের পাশে আছেন বলে অশোক ও রেশমি শাহের মেয়েকে আশ্বস্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দ্রুত তদন্তেরও আশ্বাস দেন তিনি৷

মুখ্যমন্ত্রীর পাড়ার মতো এত বড় ভিভিআইপি জোনে দম্পতির খুন নিয়ে শহরে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। দুই সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে বলেও খবর৷ দম্পতির ঘর থেকে সোনার গয়না সহ বেশ কিছু জিনিস খোয়া গিয়েছে৷ ফলে সম্পত্তি সংক্রান্ত কোনও বিবাদ থেকে লুঠের উদ্দেশ্যেই এই খুন বলে মনে করছেন তদন্তকারীরা৷

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক