440
নিজস্ব প্রতিনিধি : কলকাতার ই এম বাইপাসের ধারে প্রয়াত সাংবাদিক বরুণ সেনগুপ্তর নামে একটি মিউজিয়াম ও রাস্তার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন , সাংবাদিকতা নিয়ে উচ্চশিক্ষার জন্য রাজ্য সরকার একটি বিশ্ববিদ্যালয় তৈরির পরিকল্পনা করেছে ।
বেসরকারি একটি সংবাদপত্র গোষ্ঠীর সঙ্গে যৌথ উদ্যোগে এই বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে ।
আরও পড়ুন : কলকাতা পুরসভার উদ্যোগে নিখরচায় ডায়ালিসিসের সুবিধা
বর্তমানে দেশজুড়ে সাংবাদিকতায় অবক্ষয়ের যুগ চলেছে বলে তিনি মন্তব্য করেন। সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়ে আজ দেশজুড়ে শাসনের নামে শোষণ তন্ত্র চলছে বলেও তিনি মত প্রকাশ করেন ।