432
ওয়েবডেস্ক : ঐতিহ্যবাহী হাওড়া-কালকা মেলের নাম ‘নেতাজি এক্সপ্রেস’ করল ভারতীয় রেল। ২৩ জানুয়ারি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিনের প্রাক্কালেই রেলের এই ঘোষণা। বুধবার এই নামকরণের কথা টুইট করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
‘নেতাজি এক্সপ্রেস’-এর সূচনার মধ্য দিয়ে এই বীরের জন্মদিন পালন করার সুযোগ পাওয়ায় নিজের উচ্ছ্বাস গোপন করেননি রেলমন্ত্রী। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। সেই আবহেই কেন্দ্রের তরফে এই ঘোষণা।
স্বাধীনতার আগের সময়ে দেশের কর্মাসিয়াল ট্রেনগুলির মধ্যে উল্লেখযোগ্য কালকা মেল। কলকাতার সঙ্গে কালকার যোগসূত্র ছিল এই ট্রেন। ১৯৪১ সালে কলকাতার বাড়ি থেকে ব্রিটিশের নজরবন্দি এড়িয়ে পালানোর সময় তৎকালীন বিহারের গোমো থেকে কালকা মেল ধরেছিলেন নেতাজি।