প্রথম পাতা খবর নেতাজির জন্মদিনে শ্রদ্ধা, হাওড়া-কালকা স্পেশাল ট্রেন হচ্ছে নেতাজি এক্সপ্রেস

নেতাজির জন্মদিনে শ্রদ্ধা, হাওড়া-কালকা স্পেশাল ট্রেন হচ্ছে নেতাজি এক্সপ্রেস

432 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : ঐতিহ্যবাহী হাওড়া-কালকা মেলের নাম ‘নেতাজি এক্সপ্রেস’ করল ভারতীয় রেল। ২৩ জানুয়ারি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিনের প্রাক্কালেই রেলের এই ঘোষণা। বুধবার এই নামকরণের কথা টুইট করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

‘নেতাজি এক্সপ্রেস’-এর সূচনার মধ্য দিয়ে এই বীরের জন্মদিন পালন করার সুযোগ পাওয়ায় নিজের উচ্ছ্বাস গোপন করেননি রেলমন্ত্রী। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। সেই আবহেই কেন্দ্রের তরফে এই ঘোষণা।

আরও পড়ুন : ৩ জানুয়ারি কেন্দ্রের ‘পরাক্রম দিবস’, অনুষ্ঠানের উদ্বোধনে কলকাতায় আসছেন মোদি, আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়ও  

স্বাধীনতার আগের সময়ে দেশের কর্মাসিয়াল ট্রেনগুলির মধ্যে উল্লেখযোগ্য কালকা মেল। কলকাতার সঙ্গে কালকার যোগসূত্র ছিল এই ট্রেন। ১৯৪১ সালে কলকাতার বাড়ি থেকে ব্রিটিশের নজরবন্দি এড়িয়ে পালানোর সময় তৎকালীন বিহারের গোমো থেকে কালকা মেল ধরেছিলেন নেতাজি।

 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.