দার্জিলিংয়ের মোমো বানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের শেষ দিন। অন্যান্য দিনের মতোই এদিনও নিয়ম করে সাত সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাতঃভ্রমনে বেরিয়ে পড়েন।

দার্জিলিংয়ের অলিগলি ঘুরে হাজির হয়ে যান পাহাড়ি রাস্তার এক বাঁকে, যেখানে দু’জন মহিলাকে দেখা জয় তাঁরা মোমো বানাচ্ছেন। ওই দুই পাহাড়ি মহিলার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ মোমো তৈরি করা দেখেন মুখ্যমন্ত্রী।

এরপর সোজা এগিয়ে যান ওই মহিলাদের কাছে। এবং সকলকে অবাক করে নিজে হাতেই মোমো তৈরি করেন মুখ্যমন্ত্রী। যা দেখে উচ্ছ্বসিত স্বনির্ভর গোষ্ঠীর ওই সদস্যরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই প্রশংসার বন্যা বয়ে যায়। অনেকেই মন্তব্য করেন, যে রাঁধে, সে যে চুলও বাঁধে, সেটাই আরও একবার প্রমাণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন