দুর্গাপুজোর অনুদান ঘোষণা মমতার, বাড়ল ১০ হাজার টাকা

মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী। ছবি: রাজীব বসু

কলকাতা: এ বছর ফের বাড়ছে রাজ্য সরকারের দুর্গাপুজোর অনুদান। বারোয়ারি পিছু পুজোর অনুদান গত বছর ছিল ৬০ হাজার টাকা। এ বার আরও ১০ হাজার টাকা বাড়িয়ে করা হল ৭০ হাজার টাকা। পাশাপাশি, আরও বেশ কিছু সুযোগ-সুবিধা পাবে বারোয়ারি দুর্গাপুজো কমিটিগুলি।

মঙ্গলবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বারোয়ারি দুর্গাপুজো নিয়ে একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, এবছর ৭০ হাজার টাকা করে অনুদান পাবে প্রতিটি ক্লাব। সঙ্গে সরকারি বিজ্ঞাপন পাবে ক্লাবগুলি। তা থেকেও বেশ কিছু আয় হবে। বিদ্যুতের জন্য আগে দুই তৃতীয়াংশ বিল দিতে হতো, এ বার থেকে এক চতুর্থাংশ বিল দিতে হবে।

এদিন দুর্গাপুজো নির্বিঘ্নে করতে একগুচ্ছ নির্দেশিকার কথা জানান মুখ্যমন্ত্রী। পুজো উদ্যোক্তা ও প্রশাসনকে সেই নির্দেশিকা মেনে চলতে হবে বলে জানান তিনি। পুজো কমিটিগুলির উদ্দেশে তাঁর পরামর্শ, ‘‘পুলিশের সঙ্গে সহযোগিতার জন্য স্কুলের পড়ুয়াদের স্বেচ্ছাসেবক রাখতে হবে। মণ্ডপে প্রবেশ ও বাহিরের আলাদা পথ রাখতে হবে। সেই সঙ্গে অগ্নি নিরাপত্তা ব্যবস্থাও রাখতে হবে।’’

চলতি বছর ২৬ অক্টোবরের মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে বলে জানিয়েছেন মমতা। ২৭ অক্টোবর লক্ষ্মীপুজোর আগের দিন পুজো কার্নিভাল হবে কলকাতাসহ জেলায় জেলায়। বিসর্জনের জায়গায় আলো ও ব্যারিকেডের ব্যবস্থা করায় বাড়তি গুরুত্ব দিতে বলেন মুখ্যমন্ত্রী। জরুরি পরিস্থিতির জন্য চিকিৎসক, নার্স, অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা এখন থেকেই করে রাখতে হবে জেলায় জেলায়। পুজোর সময় যেন হেল্পলাইন নম্বরগুলো কার্যকর রাখতে হবে। পুজো কমিটিগুলিতে বার বার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য মাইকে ঘোষণা করতে হবে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন