Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
চলতি সপ্তাহে জোড়া পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - NewsOnly24

চলতি সপ্তাহে জোড়া পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: উন্নয়নমূলক প্রকল্পগুলিকে সময়মতো শেষ করতে সেগুলির অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি থাকছে, দলীয় স্তরে কাজের পর্যালোচনাও।

প্রথমটি বৈঠকটি আগামী ৭ সেপ্টেম্বর, নবান্নে। ওই দিন মন্ত্রী ও জেলাস্তর পর্যন্ত আমলাদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয়টি ৮ সেপ্টেম্বর, যেখানে দলের নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন তিনি।

নবান্ন সূত্রে খবর, প্রশাসনিক বৈঠকের  ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের কাছে প্রত্যেক দফতর থেকে রিপোর্ট জমা পড়েছে। সেগুলি স্ক্রুটিনির কাজও শুরু হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আমলাদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। থাকবেন জেলা পুলিশ-প্রশাসনের কর্তারাও। কোন প্রকল্পের কাজ কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কোন গতিতে এগোচ্ছে, সময়ে শেষ  করা যাবে কি না, তা খতিয়ে দেখার পালা চলছে।

অন্য দিকে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সাংগঠনিক বৈঠকটিতে দলের নীচুতলা পর্যন্ত জনপ্রতিনিধিদের ডাকা হয়েছে। ওই বৈঠকে ডাকা হয়েছে সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদ সদস্যদেরও। পঞ্চায়েত ভোটকে সামনে শীর্ষ নেতা থেকে বুথস্তরের কর্মী, সাংসদ থেকে পঞ্চায়েত উপপ্রধান সবাইকে বার্তা দেবেন মমতা।

তবে এই ধরনের পর্যালোচনা বৈঠক নতুন নয়। নিয়মিত সময় অন্তর এই ধরনের বৈঠক করেন মমতা। যদিও এ বারের এই বৈঠকগুলি অবশ্যই তাৎপর্যপূর্ণ। কারণ, সামনে উৎসবের মরশুম। আবার পঞ্চায়েত নির্বাচনও খুব একটা দূরে নয়।

আরও পড়ুন: প্রতিদিন ট্রেন ‘লেট’, উত্তেজনা হুগলির খন্যান স্টেশনে

Related posts

এসআইআর অসঙ্গতির তালিকা প্রকাশ্যে টাঙাতে, নথি নিলে দিতে হবে রশিদ, কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

এসআইআর নোটিস মন্ত্রী তাজমুলকে, শুনানিতে ডাক নওশাদেরও

এসএসসি মামলায় বয়সছাড়ে ব্রেক, হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট