আগামী সপ্তাহে বর্ধমানে প্রশাসনিক সভা করতে পারেন মুখ্যমন্ত্রী

কলকাতা: আগামী ২৪ জানুয়ারি বর্ধমানে প্রশাসনিক সভা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভাকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তৎপরতা তুঙ্গে।

জেলা প্রশাসন সূত্রে খবর, গোদার মাঠে মুখ্যমন্ত্রীর সভা হতে পারে। নবান্ন থেকে বার্তা পাওয়ার পর বৃহস্পতিবার বৃষ্টির মধ্যেও সভাস্থল পরিদর্শন করেছেন কর্তারা। প্রশাসনিক সূত্রে দাবি, জেলায় একাধিক প্রকল্পের শিল্যান্যাস করতে পারেন মুখ্যমন্ত্রী।

অন্য দিকে, জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘২৪ জানুয়ারি প্রশাসনিক সভা করতে মুখ্যমন্ত্রী বর্ধমানে আসছেন বলে বার্তা এসেছে। সেই সভা নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রায় এক বছর পরে মুখ্যমন্ত্রী আমাদের জেলায় আসছেন। তাঁকে দেখতে ও তাঁর কথা শোনার জন্যে প্রচুর মানুষ গোদার মাঠে ভিড়ও করবেন। তাঁরা যাতে সুষ্ঠু ভাবে সভায় সমবেত হতে পারেন, তার ব্যবস্থা করা হবে।”

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে