গুজরাতে মর্মান্তিক নৌকাডুবি, মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৬

ভদোদরা: গুজরাতে মর্মান্তিক নৌকাডুবির ঘটনা। ভদোদরায় হ্রদের মাঝে নৌকাডুবির ঘটনায় মৃত্যু হয়েছে একাধিক স্কুল পড়ুয়ার। এই বোটে ছিলেন মোট ৩১ জন। পড়ুয়াদের নিয়ে একটি পিকনিক চলছিল। সেখানেই এই বোট উল্টে যায়।

শেষ পাওয়া খবর অনুযায়ী, বোট দুর্ঘটনায় মৃতের সংখ‍্যা অন্তত পক্ষে ১৬। সূত্রের খবর অনুযায়ী, মৃত ১৬ জনের মধ‍্যে ১৪ জন পড়ুয়া এবং দু’জন শিক্ষক শিক্ষিকা। নিহত এবং আহতদের পরিবারের প্রতি আর্থিক সাহায‍্যের কথা ঘোষণা করেছেন সে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল।

ভদোদরায় নৌকাডুবির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । নিহতদের পরিবারেরর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি।

সূত্রের খবর অনুযায়ী, মুখ‍্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল জানিয়েছেন, নিহতদের পরিবার পিছু ৪ লক্ষ এবং আহতদের পরিবারকে ৫০,০০০ টাকা করে অর্থ সাহায‍্য করা হবে।

Related posts

বৃহস্পতির দুপুরে কলকাতা ও আশেপাশের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি

সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, আজও কি ঝড়বৃষ্টির সম্ভাবনা?

উত্তরাখণ্ডে বন পোড়ানোর প্রক্রিয়া অব্যাহত, ১৩৮৬ হেক্টর বনাঞ্চল ক্ষতিগ্রস্ত, মৃত ৫