শিক্ষক নিয়োগ নিয়ে বড় বার্তা মমতার

কলকাতা: শিক্ষক নিয়োগ নিয়ে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের উদ্দেশে তাঁর সরাসরি আবেদন, ‘‘প্লিজ, শূন্যপদে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করে দিন।’’

বুধবার পূর্ব বর্ধমানের সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী বলেন, “‌কয়েক হাজার শিক্ষক নিয়োগ করা হবে। রাম-বামরা কোর্টে কেস করে নিয়োগ আটকে রেখেছে। ৬০-৭০ হাজার ছেলেমেয়ে স্কুলে চাকরি পেত। সেটা আদালতের জটিলতায় আটকে রয়েছে। শূন্যস্থান ভর্তি করতে হবে এই সমস্যা মিটিয়েই। কিছু বিশেষ ক্ষেত্রে এরা সরকারের হাত-পা বেঁধে রেখেছে”।

মমতা এমনও বার্তা দিয়েছেন যে, কোনও অনিয়ম হয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আদালত সংশোধন করুক। তাতে তাঁর কিছু বলার নেই। কিন্তু শূন্যপদে নিয়োগ যেন আটকে না থাকে। মমতা বলেন, ‘‘আমরা রেডি (তৈরি) হয়ে বসে আছি। প্লিজ, শূন্যপদে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করে দিন।’’

বিচারব্যবস্থা বা কোনও কোনও বিচারপতির মন্তব্য নিয়ে তৃণমূলের অনেকেই যখন মাঝেমধ্যেই প্রকাশ্য সমালোচনা করছেন, তখন ভিন্ন কথা বলেছেন মমতা। তাঁর কথায়, ‘‘আমি কোনও বিচারপতি সম্পর্কে কিছু বলব না। তবে কোনও রায়ের সমালোচনা করতেই পারি। আমি আইন পড়েছি, আমি জানি কী করা যায় বা যায় না।’’

Related posts

স্বাভাবিকের থেকে নীচে তাপমাত্রা! রবিতেও বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া

বিজেপি ক্ষমতায় ফিরলে মমতা, স্তালিন, তেজস্বীদের জেলে পাঠাবে, বিস্ফোরক কেজরিওয়াল

মা, স্ত্রী, সন্তান-সহ ৫ জনকে খুন করে উত্তরপ্রদেশে আত্মঘাতী এক ব্যক্তি