কলকাতা: চোপড়া কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জেরে চোপড়ার বিধায়ক হামিদুল রহমানকে শো কজ করল তৃণমূল। রাজ্য নেতৃত্বের নির্দেশে চোপড়ার তৃণমূল বিধায়ককে শোকজ করল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি তাঁকে ফোন করে ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার উত্তর দিনাজপুর তৃণমূল জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল হামিদুলকে শোকজের চিঠি পাঠিয়েছেন। রাজ্য নেতৃত্বের নির্দেশে হামিদুলের কাছে ঘটনার কারণ ব্যাখ্যা চাওয়া হয়েছে। কীসের প্রক্ষিতে তিনি ওই মন্তব্য করেছেন তাও জানতে চাওয়া হয়েছে। কানাইলাল জানিয়েছেন, আগামী ৭ দিনের মধ্যে বিধায়ককে জবাব দিতে বলা হয়েছে। হামিদুর জবাব পাঠালে তা রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হবে বলেও জানিয়েছে তিনি।
মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পর হামিদুল বলেন, ‘‘মুখ্যমন্ত্রী আমার অভিভাবক। তাই চোপড়ার ঘটনায় আমাকে বকেছেন, এটা তাঁর অধিকার। আগামী দিনে যাতে এলাকায় এমন কোনও ঘটনা না ঘটে সে বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি।’’