শনিবার এগরা ও শালবনি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: আগামী শনিবার এগরা ও শালবনি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিস্ফোরণে আহতদের সঙ্গে কথা বলবেন তিনি।

গত ১৬ মে এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় রাজ্য-রাজনীতিতে তুমুল শোরগোল পড়ে যায়। জানা গিয়েছে, শনিবার দুপুরে মুখ্যমন্ত্রী এগরায় যাবেন বিস্ফোরণে আহতদের সঙ্গে কথা বলতে। এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের দিন বিকেলে সাংবাদিক বৈঠক করে মৃত ও জখমদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ওই দিনই জানিয়েছিলেন, আবহাওয়া ঠিক হলেই তিনি এগরা যাবেন। এ বার সেই দুর্ঘটনাস্থলে যাচ্ছেন তিনি। বিস্ফোরণ এলাকা ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী বলে জানা যাচ্ছে।

ওইদিন বিকেলেই শালবনিতে অভিষেকের ‘নব জোয়ার’ কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূলনেত্রী। সমাবেশে বক্তব্য রাখার কথাও রয়েছে তাঁর।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক