জামাইষষ্ঠীর দিনও বজ্রপাত-দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা

কলকাতা: বৃহস্পতিবার অর্থাৎ জামাইষষ্ঠীর দিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্য জুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস জানাচ্ছ, আগামী শনিবার পর্যন্ত দুই বঙ্গেই চলবে বৃষ্টিপাত।

হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এ দিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি জেলাগুলিতে। এ দিনের মতোই শুক্র ও শনিবারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

উত্তরবঙ্গেও চলতি সপ্তাহে ভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। মালদহ এবং দুই দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

Related posts

তাপপ্রবাহের মতো পরিস্থিতির মধ্যেই বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়

দেড়শোর বেশি যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগুন, বড়সড় দুর্ঘটনা এড়াল দিল্লি বিমানবন্দর

মমতাকে বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ কমিশনের