কলকাতা: দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। প্যান্ডেলে-প্যান্ডেলে চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। বৃহস্পতিবার থেকেই জেলায় জেলায় পুজোর ভার্চুয়াল উদ্বোধন পর্ব শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধাপে ধাপে রাজ্যের ২২টি জেলার পাশাপাশি কলকাতাতেও কয়েকটি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন তিনি।
নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটে নাগাদ প্রথমে দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির পুজো ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি। তারপর একে-একে অন্যগুলি। চলতি বছর প্রায় এক হাজারেরও বেশি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
সূত্রের খবর, এখনও পর্যন্ত যা সূচি রয়েছে তাতে ২২টি জেলা ও কলকাতা মিলিয়ে হাজারের বেশি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এ দিনের পর আরও তিন দিন মুখ্যমন্ত্রী পুজার ভার্চুয়াল উদ্বোধন করবেন। কলকাতার বাকি পুজোগুলোরও ভার্চুয়াল উদ্বোধন করার কথা রয়েছে।
প্রসঙ্গত, ফি বছরই মহালয়ার আগে-পরে পুজোগুলির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবছর মুখ্যমন্ত্রীর পায়ের চোটের কারণে আপাতত ঘর বন্দি। তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর ঘরে বসেই পুজো উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছেন।