দেশ জুড়ে উত্তপ্ত সীমান্ত পরিস্থিতিতে রাজনীতির বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, “এখন সময় কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে রক্ষা করার। অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই।”
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে পাল্টা আঘাত হেনেছে ভারত। তার পর থেকেই সীমান্তে বাড়ছে উত্তেজনা। পাকিস্তানও বাড়িয়েছে গোলাবর্ষণের মাত্রা। এই পরিস্থিতিতে দেশের সীমান্তবর্তী দশটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন অমিত শাহ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও সেই বৈঠকে উপস্থিত ছিলেন।
যদিও বৈঠকের বিস্তারিত আলোচনার কথা প্রকাশ্যে আনেননি মমতা, তবে স্পষ্ট বার্তা দেন— ‘‘আমরা সবাই দেশের পক্ষে, এখন বিভেদ নয়, একজোট হয়ে কাজ করার সময়।’’
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের পুলিশ, ডিএম, এসপি-সহ সব প্রশাসনিক কর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। জেলায় জেলায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি দফতরগুলির ছুটিও বাতিল করা হয়েছে। ভুয়ো বা বিভ্রান্তিকর খবর ছড়ালে কঠোর পদক্ষেপ করা হবে বলেও সতর্ক করেছেন তিনি।
তিনি বলেন, “কোনও খবর বা ছবি যাচাই না করে বিশ্বাস করবেন না। এখন প্ররোচনার সময় নয়, দেশের পাশে থাকার সময়।”