কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে অনলাইনে ভর্তির প্রক্রিয়া আপাতত স্থগিত শিক্ষা দফতরের

কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে আপাতত কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়া আপাতত স্থগিত শিক্ষা দফতরের। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এদিন বৈঠকে বসেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই বৈঠকেই কলজে-বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। এদিনের বৈঠকে কয়েকজন উপাচার্য জানান, কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টাল চালু করার ক্ষেত্রে এখনও পূর্ণাঙ্গ পরিকাঠামো তৈরি হয়নি। তাই মেধাতালিকা তৈরিতে ত্রুটিবিচ্যুতি থাকলে সমস্যা হবে। পরে ভর্তির ক্ষেত্রে তা বড় আকার ধরতে পারে। তাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমস্যা দেখা দিতে পারে। এই কারণেই তাড়াহুড়ো করা ঠিক হবে না বলে ওই উপাচার্যদের মত।

নির্দিষ্টভাবে আরও কিছু তথ্য ও ফুলপ্রুফ পরিকল্পনার ভিত্তিতে এগোতে চাইছে দফতর। তাতে ছাত্রছাত্রীদেরই সুবিধা হবে। মনে করছে দফতর। শিক্ষা দফতর সূত্রের খবর, এর পরেই মন্ত্রী জানান, তা হলে এই বছর অনলাইনে ভর্তির প্রক্রিয়া স্থগিত থাকুক। ঠিক হয়েছে, আগে কলেজগুলি যেভাবে নিজেরা আলাদা অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালাত, এবারও সেভাবেই ভর্তি প্রক্রিয়া চলবে।

আরও পড়ুন :

১৭,০০০ চাকরি রেডি, আদালতের মামলার কারণে সব কিছু আটকে রয়েছে : মমতা

খড়্গপুরে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ

মুম্বইয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, মৃত এক

‘ধান ফিরিয়ে দিলে থানায় গিয়ে এফআইআর করুন, কড়া বার্তা মমতার

মনোনয়ন পেশ করলে বিরোধীদের মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক