করোনায় কাবু চীন, সাংহাইতে ‘টোটাল লকডাউন’

চীনের সবচেয়ে বড় শহর সাংহাইজুড়ে লকডাউন জারি করা হয়েছে। খবর বিবিসির। করোনা মহামারি শুরুর পর এই প্রথম সাংহাইজুড়ে লকডাউন জারি করা হলো। কর্তৃপক্ষ বলছে, সাংহাইয়ে দুই দফায় নয় দিনের বেশি লকডাউন জারি থাকবে।

সাংহাইয়ে লকডাউন চলাকালে শহরের বাসিন্দাদের করোনা পরীক্ষা করবে কর্তৃপক্ষ। চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র সাংহাই। সেখানে প্রায় এক মাস ধরে করোনার সংক্রমণের নতুন ঢেউ চলছে। তবে সাংহাইয়ে করোনা শনাক্তের সংখ্যা খুব বেশি নয়।
শহরটির জনসংখ্যা প্রায় আড়াই কোটি। অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব এড়াতে কর্তৃপক্ষ এত দিন শহরটিতে লকডাউন জারি করা থেকে বিরত ছিল।

জানা গিয়েছে, শনিবার সাংহাইয়ে এক দিনে রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়। তারপরই কর্তৃপক্ষ শহরে লকডাউন জারির বিষয়ে সিদ্ধান্ত নেয়। সাংহাইয়ে দুই ধাপে লকডাউন কার্যকর হবে। আজ থেকে আগামী ১ এপ্রিল পর্যন্ত শহরের পূর্বাঞ্চলে লকডাউন জারি থাকবে। আর ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত লকডাউন জারি থাকবে শহরের পশ্চিমাঞ্চলে।

Related posts

‘ ১০ থেকে ২০ তারিখের মধ্যে কেশপুরে খুন হতে পারে’, বিস্ফোরক অভিযোগ দেবের

পাশের হার ৯০ শতাংশ, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ

তৃতীয় দফায় পশ্চিমবঙ্গের চেয়ে বেশি ভোট পড়েছে অসম ও গোয়ায়