ত্রিপুরায় আক্রান্ত কংগ্রেস প্রার্থী সুদীপ রায়বর্মন, অভিযোগের তীর বিজেপির দিকে

ত্রিপুরায় আক্রান্ত কংগ্রেস প্রার্থী সুদীপ রায়বর্মন। এবার হামলার মুখে পড়লেন ত্রিপুরার জনপ্রিয় নেতা তথা কংগ্রেস প্রার্থী সুদীপ রায়বর্মন। রবিবার রাতে তিনি উপনির্বাচনের প্রচার শেষে পার্টি অফিসে ফেরার পরই আচমকা আক্রমণ চলে তাঁর উপর। গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। রবিবার রাতেই কংগ্রেস নেতা হাসপাতালে ভর্তি করানো হয়। এই হামলায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে কংগ্রেস।

হাসপাতাল সূত্রে খবর, তাঁর অনেকটা রক্তক্ষরণ হয়েছে। শারীরিক অবস্থা বিশেষ ভাল নয়। চিকিৎসা চলছে। কংগ্রেস শিবিরের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই ইচ্ছা করে উপনির্বাচনের আগে এই হামলা চালিয়েছে।
ইতিমধ্যেই পুলিশে অভিযোগদায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাওকে আটক করা হয়নি। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, এর আগেও বহু ঘটনায় পুলিসের দ্বারস্থ হয়েছে তারা। কিন্তু তাতে কোনও ফল হয়নি।

আরও পড়ুন :

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের