137
ডেস্ক : ২০২৪ লোকসভা ভোটের আগে কি নতুন সমীকরণের ইঙ্গিত? ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো প্রার্থী দেবে না কংগ্রেস। প্রায় এমনটাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।
সূত্রের খবর, মমতাকে সম্মান জানাতে ওই কেন্দ্রে প্রার্থী দিতে চাইছেন না প্রদেশ সভাপতি। তাছাড়া ভবানীপুর কেন্দ্রে জয়ের কোন সম্ভবনাই নেই কংগ্রেসের। তাই শুধু মুখ না পুড়িয়ে মুখ্যমন্ত্রীর জয়ের পথ পরিষ্কার করে দিতে চাইছেন অধীর চৌধুরী।
এআইসিসি নেতাদের তিনি জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রী নিজে ভোটে দাঁড়িয়েছেন। তাই আমার যাই ভোট পাই না কেন, আমাদের প্রার্থী দেওয়ার কোনো মানে হয় না।’’
যদিও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এআইসিসি।