কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। ড. বি. আর. আম্বেদকরের নাম উল্লেখ করে শাহের মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস সংসদে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছে। এই ঘটনার প্রতিবাদে তৃণমূলের সাংসদরা রাজ্যসভা থেকে ওয়াক আউটও করেন।
তৃণমূল সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। তিনি লেখেন, “অমিত শাহের মন্তব্য বিজেপির দলিত-বিরোধী ভাবমূর্তিরই প্রতিফলন। লক্ষ লক্ষ মানুষ আম্বেদকরের আদর্শে অনুপ্রাণিত। এই মন্তব্য তাঁদের সকলের প্রতি অপমানজনক।”
তিনি আরও যোগ করেন, “আম্বেদকর সংবিধানের জনক। শাহের এই আপত্তিকর মন্তব্য শুধুমাত্র তাঁকেই নয়, বরং সংবিধান রচনার সঙ্গে যুক্ত প্রতিটি সদস্যের উপর আক্রমণ। এটি আসলে বিজেপির ধর্মান্ধ এবং ঘৃণা-ভিত্তিক রাজনীতির প্রতিফলন।”
প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান-বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে শাহ বলেন, ‘‘এখন এক ফ্যাশন হয়েছে— আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এত বার যদি ভগবানের নাম নিত তবে সাত জন্ম স্বর্গবাস হত।’