২২৯ দিনে দেশে করোনায় সংক্রমণ সর্বনিম্ন

ডেস্ক: ২২৯ দিনে সর্বনিম্ন, দেশে বিপুল কমল দৈনিক সংক্রমণ।দেশে করোনার দৈনিক সংক্রমণ ১৫ হাজারের নিচে নামল দীর্ঘদিন পর। রবিবার করোনা সংক্রমণের পরিসংখ্যানে আভাস স্পষ্ট সুস্থ হচ্ছে দেশ। এদিন একলাফে অনেকটাই কমল সংক্রমণ।  সেইসঙ্গে কমল মৃত্যু সংখ্যাও। জানা গিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১৪৪ জনের মৃত্যু হয়েছে। দেশে একদিনে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৪৬ জন। গত ২২৯ দিনে সংক্রমণের সংখ্যা সর্বনিম্ন।

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে ভাসছে কেরলের বিস্তীর্ণ অংশ, মৃত ১৮

এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৪ লক্ষ ১৯ হাজার ৭৪৯ জন। বেড়েছে একদিনে সুস্থের সংখ্যাও। একদিনে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭৮৮ জন। স্বাস্থ্য মন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪১ লক্ষ ২০ হাজার ৭২২ জনের টিকাকরণ সম্পন্ন হয়েছে। এই পর্যন্ত দেশে মোট ৯৭ কোটি ৬৫ লক্ষ ৮৯ হাজার ৫৪০টি টিকাকরণ হয়েছে। 

Related posts

ভোটের পর ইন্ডিয়া জোটের সরকার গঠন, বাইরে থেকে সবরকম সাহায্য, বার্তা মমতার

শ্লীলতাহানির পর প্রকাশ্যে পুরনো এক ধর্ষণের অভিযোগ, রাজ্যপালের বিরুদ্ধে আন্দোলনে নামছে তৃণমূল

বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায়