ডেস্ক : করোনা সন্দেহে ভর্তি হতে আবশ্যিক নয় কোভিড রিপোর্ট। কোভিড রোগী ভর্তিতে বিলম্ব এড়াতে এই নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কারও যদি করোনা হয়েছে বলে সন্দেহ করা হয়, তাহলে তাঁকে প্রয়োজনানুসারে কোভিড কেয়ার সেন্টার, ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার এবং ডেডিকেটেড কোভিডের সন্দেহভাজন ওয়ার্ডে ভরতি করতে হবে। কোনও মূল্যে কোনও রোগীকে প্রত্যাখ্যান করা যাবে না।
যদি কোনও রোগী অপর কোনও শহরের বাসিন্দাও হন, তাহলে তাঁকে অক্সিজেন, জরুরি ওষুধ-সহ চিকিৎসা প্রদান করতে হবে। একইসঙ্গে কেন্দ্র স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যে শহরে হাসপাতালটি অবস্থিত, সেখানকার বৈধ পরিচয়পত্র যদি না দেখাতে পারেন কোনও রোগী, তাহলেও তাঁকে ফিরিয়ে দেওয়া যাবে না।
আরও পড়ুন: রাজ্যে সাম্প্রদায়িক সন্ত্রাস ও অশান্তি হতে দেবেন না, বিধানসভার অধিবেশন বার্তা মমতার
প্রয়োজনের ভিত্তিতে রোগীদের হাসপাতালে ভরতি করতে হবে। রোগীর শারীরিক পরিস্থিতি অনুযায়ী নির্ধারিত হবে ভর্তির সময়। রিপোর্ট আসা পর্যন্ত প্রয়োজনীয় চিকিত্সা চালিয়ে যেতে হবে। সংশ্লিষ্ট রাজ্য সরকার চাইলে সেখানকার বেসরকারি হাসপাতালকে কোভিড কেয়ার সেন্টার বানিয়ে চিকিৎসা করাতে পারে।সংশোধিত নির্দেশিকা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের।