প্রথম পাতা খবর শান্তিনিকেতনের জমি বিতর্কে অমর্ত্য সেনের পাশে মমতা, কৃতী অর্থনীতিবিদকে চিঠি লিখলেন মুখ‍্যমন্ত্রী

শান্তিনিকেতনের জমি বিতর্কে অমর্ত্য সেনের পাশে মমতা, কৃতী অর্থনীতিবিদকে চিঠি লিখলেন মুখ‍্যমন্ত্রী

262 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনের শান্তিনিকেতনের বাড়ির জমি বিতর্কের নিন্দায় সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশে থাকার বার্তা দিয়ে চিঠি লিখলেন অমর্ত্য সেনকে। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘অসহিষ্ণুতার বিরুদ্ধে আপনার লড়াইয়ের পাশে আছি ৷ বোনের মতো আপনার পাশে থাকব ৷’

সম্প্রতি বিশ্বভারতীতে কেন্দ্রের ঘনিষ্ঠ শিবিরের তরফে দাবি করা হয়েছে অমর্ত্য সেনের বাড়ি প্রতীচী সংলগ্ন জমি আসলে বিশ্ববিদ্যালয়ের ৷ তা অবৈধভাবে দখল করা হয়েছে ৷ এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন মমতা।

চিঠিতে, সম্মানীয় অমর্ত্যদা উল্লেখ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘শান্তিনিকেতনের সাম্প্রতিক কিছু ঘটনার কথা সংবাদমাধ্যম থেকে জেনে আমি হতভম্ব ৷ শান্তিনিকেতনের সঙ্গে আপনার শিকড়ের যোগসূত্র নিয়ে যে জঘন্য ইঙ্গিত করা হয়েছে তাতে আমি ব্যথিত ৷’

শান্তিনিকেতনের সঙ্গে অমর্ত্য সেনের সম্পর্ক কতটা গভীর চিঠিতে তাও উল্লেখ করেছেন মমতা, ‘আপনার মাতামহ পণ্ডিত ক্ষিতিমোহন সেন ছিলেন শান্তিনিকেতনের শুরুর দিকের বাসিন্দাদের মধ্যে অন্যতম। আপনার বাবা প্রখ্যাত শিক্ষাবিদ এবং প্রশাসক আশুতোষ সেন ৷ প্রায় আট দশক আগে উনিই নির্মাণ করেছিলেন প্রতীচী।’

মোদি সরকারের বহু অর্থনৈতিক নীতি নিয়ে বার বার সমালোচনায় সরব হয়েছেন অমর্ত‍্য সেন৷ সিএএ, এনআরসি, অসহিষ্ণুতার মতো রাজনৈতিক ইস্যুগুলিতেও শোনা গেছে নোবেলজয়ীর প্রতিবাদ ৷

এই কারণেই বিজেপির বিষনজরে এই কৃতজ্ঞতা বাঙালি। তাদের অঙ্গুলি হেলনেই পরিকল্পিতভাবে অর্মত্য সেনের ইমেজকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এর আগে নবান্নে সাংবাদিক সম্মেলনেও এই প্রসঙ্গটি উত্থাপন করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘বাংলার মণীষীদের লাগাতার অপমান করছে বিজেপি ৷ এবার অমর্ত্য সেনের নাম নিয়ে টানাটানি করছে ওরা ৷ ওনার অমর্যাদা আমরা হতে দেব না ৷ আপনারা কি বিশ্বাস করেন, অমর্ত্য সেনের এমন দিনও আসবে, যে তাঁকে শান্তিনিকেতনে জমি দখল করতে হবে! অমর্ত্য সেন আদর্শগত ভাবে বিজেপি-র বিরুদ্ধে বলে তাঁর বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলে যাবে, এটা বাংলার মানুষ সহ্য করবে না। আমি বাংলার হয়ে ক্ষমা চাইছি। ক্ষমা করবেন অমর্ত্যদা। ’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.