প্রথম পাতা খবর করোনার নতুন উপরূপের বিরুদ্ধে ভ্যাকসিনের অতিরিক্ত ডোজ নেওয়ার প্রয়োজন আছে কি?

করোনার নতুন উপরূপের বিরুদ্ধে ভ্যাকসিনের অতিরিক্ত ডোজ নেওয়ার প্রয়োজন আছে কি?

212 views
A+A-
Reset

নয়াদিল্লি: ভারতে ফের এক বার করোনা সংক্রমণ বৃদ্ধি। নতুন উপরূপ JN.1-এর হদিশ মিলেছে এ দেশেও। তবে কি, আবারও টিকা নিতে হবে? এমন প্রশ্নের উত্তরে ভারতের সার্স-কোভ-২ জিনোমিক্স কনসোর্টিয়াম (INSACOG)-এর প্রধান ডা. এনকে অরোরা জানিয়ে দিলেন, বর্তমানে নতুন এই উপরূপের বিরুদ্ধে ভ্যাকসিনের অতিরিক্ত ডোজ নেওয়ার প্রয়োজন নেই।

দেশের বর্তমান করোনা পরিস্থিতি সম্পর্কে সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময়, ডা. অরোরা বলেন, “আমি বলব যে ৬০ বছর বা তার বেশি বয়সী, যাদের কমরবিডিটি আছে এবং ক্যান্সার রোগীদের জন্যও বাড়তি কিছুর প্রয়োজন নেই। তবে, তারা যদি এখনও পর্যন্ত সতর্কতা অবলম্বন না করে থাকে, তাহলে তাদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। যদিও এখনো পর্যন্ত কোন অতিরিক্ত ডোজ নেওয়ার প্রয়োজন নেই।”

এ দিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শনিবার (২৩ ডিসেম্বর, ২০২৩) দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২২জন। শুক্রবার নতুন করে ৭৫২ জন আক্রান্ত হয়েছিলেন। এখনও পর্যন্ত সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৭৪২। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে দেশে।

বলে রাখা ভালো, কেরলে সংক্রমিতের সংখ্য়া সবচেয়ে বেশি। সেখানে এই মুহূর্তে করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৮৭২। কর্নাটকে গত ২৪ ঘণ্টা আক্রান্ত হয়েছে ১০৪ জন। সেখানে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৭১।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.