আমেরিকায় করোনার সুনামি, একদিনে আক্রান্ত ১০ লক্ষেরও বেশি!

এক কথায় বলা যায় দৈনিক সংক্রমণের দিক দিয়ে প্রায় বিস্ফোরণ ঘটেছে আমেরিকায়। সেখানকার স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী গোটা আমেরিকায় নতুন করে আক্রান্ত হয় ১০ লক্ষ্য ৪২ হাজার মানুষ।

আমেরিকার স্বাস্থ্য দফতরের বয়ান অনুযায়ী কোভিডের আগের দুবারের তুলনায় এবার সংক্রমণ এর মাত্রা প্রায় তিনগুণ বেশি লক্ষ্য করা যাচ্ছে।

আমেরিকায় এই সংক্রমণ এর ক্ষেত্রে প্রধান ভূমিকা নিতে দেখা যাচ্ছে অমিক্রণকে। মাত্র চারদিনে আক্রান্তের সংখ্যা হয়েছে দুগুনেরও বেশি।

এর আগে আমেরিকায় একদিনে আক্রান্তের রেকর্ড ছিল ছয় লক্ষ্যের আশেপাশে। এবার সেই রেকর্ড ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দৈনিক ১০ লক্ষ্যের ঘরে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক