করোনা পজিটিভ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শরীরে করোনার মৃদ উপসর্গ রয়েছে তাঁর। টুইট করে একথা জানিয়েছেন তিনি নিজেই। আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি।
কেজরিওয়াল তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, “আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন তাঁদের কাছে অনুরোধ, আপনারাও করোনা পরীক্ষা করিয়ে নিন। নিভৃতবাসে থাকুন।”
সোমবারই নির্বাচনী প্রচারে উত্তর প্রদেশে গিয়েছিলেন কেজরিওয়াল। তারপরই করোনায় আক্রান্ত হন তিনি।
গত বছর এপ্রিল মাসে কেজরিওয়ালের স্ত্রী সুনীতাও করোনা আক্রান্ত হন। সেই সময়ও নিভৃতবাসে কাটান কেজরিওয়াল।