নয়াদিল্লি : দেশজুড়ে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। এই পরিস্থিতিতে জাতীর উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়ে দিলেন সংক্রমণ রুখতে লকডাউন শেষ অস্ত্র হওয়া উচিত।
মঙ্গলবার রাত ৮.৪৫ মিনিটে জাতীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী—এ খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো উৎকণ্ঠা তৈরি হয় দেশবাসীর মধ্যে। তবে কি আবার লকডাউনের ঘোষণা করবেন তিনি। কিন্তু লকডাউনের ঘোষণা না করলেও সেটা যে করোনা সংক্রমণের বিরুদ্ধে শেষ অস্ত্র তা ভাষণে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
মোদী বলেন, ‘‘দেশকে লকডাউন থেকে বাঁচাতে হবে। রাজ্যগুলিকে অনুরোধ করব, তারা যেন করোনার বিরুদ্ধে শেষ অস্ত্র হিসাবে লকডাউনকে প্রয়োগ করে।’’
তিনি বলেন, ‘‘করোনার বিরুদ্ধে দেশ লড়ছে। এই লড়াই লম্বা। আমি দেশের সব ডাক্তার, মেডিক্যাল ও প্যারামেডিক্যাল স্টাফ, অ্যাম্বুলেন্স, পুলিশ কর্মী, সবাইকে ধন্যবাদ জানাই।’’
পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, ‘‘পরিযায়ী শ্রমিকরা কেউ শহর ছাড়বেন না। সবাই মিলে করোনাকে পরাস্থ করতেই হবে।’’ রাজ্য সরকারে পরীযায়ী শ্রমিকদের পাশে থাকতে বলেন তিনি।
মোদীর এই বক্তব্যে তীব্র সমালোচনা করেছেন সাংসদ সৌগত রায়, ‘‘ তিনি বলেন, ‘‘ ভ্যাকসিনেশন সরবরাহে ব্যর্থতার জন্য এই অবস্থা’।’