রাজ্যে নতুন উচ্চতায় করোনা, দৈনিক সংক্রমণ ১৮ হাজার

রাজ্যে প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি করছে করোনা। দৈনিক সংক্রমণ বাড়তে বাড়তে শুক্রবার ১৮ হাজার এর ঘরে পৌঁছে গেল করোনার গ্রাফ।

গত বুধবার রাজ্যের দৈনিক সংক্রমণ পেরিয়েছিল এক হাজার এর গণ্ডি। এর পর এক সপ্তাহ পেরোতেই করোনার দৈনিক সংক্রমণের সেই গ্রাফ পৌঁছে গেল প্রায় দ্বিগুন এর কাছাকাছি।

রাজ্যের পাশাপাশি প্রায় একই হারে কলকাতার বুকেও বেড়ে চলেছে করোনার গ্রাফ। কলকাতায় দৈনিক আক্রান্তের নিরিখে প্রতিদিন নতুন নতুন রেকর্ড সৃষ্টি করে চলেছে করোনা ভাইরাস। সেই ধারা বজায় রেখে শুক্রবার কলকাতায় করোনার দৈনিক সংক্রমণ পৌঁছে গেল প্রায় সাড়ে সাত হাজারের কাছাকাছি।

শুক্রবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন সংক্রমন ১৮ হাজার ২১৩ জন এবং কলকাতায় নতুন সংক্রমণ ৭ হাজার ৪৮৪ জন।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন