ঘরে ঢুকে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, চিৎপুরে গ্রেফতার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

কলকাতা: আবারও এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে মহিলার শ্লীলতাহানির অভিযোগ। ভোটের কাজ সেরে ফেরার পথে এক মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার ওই জওয়ান। অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করেছে চিৎপুর থানার পুলিশ। বিটি রোডের পাশে পাইকপাড়া এলাকার ঘটনা।

ঘটনায় প্রকাশ, মদ্যপ অপস্থায় পাইকপাড়া এলাকায় এক মহিলার বাড়িতে ঢুকে পড়েন ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ঘরের দরজা খুলে অতর্কিতে ঢুকে পড়েন তিনি। সে সময়ে ঘরে সেই মহিলা বিছানায় ঘুমোচ্ছিলেন। এরপরেই ওই মহিলাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। চিৎকার শুরু করেন ওই মহিলা।

মহিলার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। ওই জওয়ানকে হাতেনাতে ধরে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চিৎপুর থানার পুলিশ।

এরপর চিৎপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জওয়ানকে আটক করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে চিৎপুর থানার পুলিশ।

প্রসঙ্গত, লোকসভা ভোট চলাকালীন এই ধরনের একাধিক অভিযোগ উঠে এসেছে। এর আগে পশ্চিম মেদিনীপুরের ডেবরা এবং হাওড়া জেলার উলুবেড়িয়াতেও এই ধরনের একটি অভিযোগ উঠে এসেছিল।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক