উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ডিএ বাড়ল ৪ শতাংশ

নয়াদিল্লি: উৎসবের মরশুমে ১.১৬ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বড়োসড়ো সুখবর! মহার্ঘ ভাতা বা ডিএ ও ডিআর বাড়ল ৪ শতাংশ।

মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিতেই বেতন বা পেনশনের সঙ্গে এই ভাতা দেওয়া। প্রথমটি দেওয়া হয় জানুয়ারি থেকে জুন মাসের জন্য। আর দ্বিতীয়টি সংশোধনটি করা হয় জুলাই থেকে ডিসেম্বরের জন্য। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠকে ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত।

এর আগে গত মার্চ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ৩ শতাংশ ডিএ বাড়িয়েছিল কেন্দ্র। ফের বাড়ল ৪ শতাংশ। ফলে এ বছর দু’দফায় মোট ৭ শতাংশ ডিএ বাড়াল কেন্দ্রীয় সরকার। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা এখন ৩৮ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন।

এই সিদ্ধান্তের ফলে ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। তবে এর ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের বেতনের ফারাক আরও বাড়ল। রাজ্য সরকারের ডিএ নিয়ে আদালতের লড়াই চলেছে। ইতিমধ্যেই ডিএ নিয়ে কর্মচারীদের পক্ষেই রায় দিয়েছে আদালত। 

আরও পড়ুন: সপ্তমী থেকেই বৃষ্টির আশংকা, কলকাতা পুলিশকে বিশেষ নির্দেশ কমিশনারের

Related posts

সপ্তমীতে স্বস্তি, তবে নবমী-দশমীতে ফের ভিজতে পারে পুজো

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?