ডেস্ক: সরকারি হাসপাতালগুলিতে রোগীর ভিড় দিনে দিনে বাড়ছে। সামাল দিতে হিমশিম খাচ্ছেন সরকারি ডাক্তাররা। প্রয়োজনের ছুটির দিনেও কাজ করতে হতে পারে তাঁদের, সম্প্রতি স্বাস্থ্য দফতরের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছিল এমনটাই। কিন্তু এবার চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের স্বস্তি দিল রাজ্যের স্বাস্থ্য দফতর।
সূত্রের খবর, ওই নির্দেশিকায় বলা হয়েছে, দিনের বেলার শিফট ৮ ঘণ্টার বেশি হওয়া চলবে না। রাতের শিফট হতে হবে ৬-৭ ঘণ্টা। এর মধ্যে এক ঘণ্টা থাকবে দায়িত্ব বদলের জন্য। সপ্তাহে ২-৩ দিন ছুটি নিশ্চিত করতে হবে। কোভিড আবহে সুস্থ ভাবে কাজ করার জন্যই নির্দেশিকা। খবর স্বাস্থ্যদফতর সূত্রে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বৈঠক বয়কট করার ইঙ্গিত দিয়েছিলেন মমতা, দাবি ধনকড়ের
উল্লেখ্য, নামী সরকারি হাসপাতালগুলোয় রোগীর ভিড় সামাল দিতে ডাক্তারদের যে অতিরিক্ত চাপ নিতে হয়, ইতিমধ্যেই তার বিরোধিতা করেছে দিল্লি হাইকোর্ট। আদালতের বক্তব্য, ডাক্তারদেরও কাজের একটা নির্দিষ্ট সময় থাকা উচিত। এ জন্য সরকারি হাসপাতালগুলোয় ডাক্তার-রোগীর নির্দিষ্ট অনুপাত থাকা উচিত বলে মনে করে উচ্চ আদালত।