প্রথম পাতা খবর হাথরসকাণ্ডে “গভীরভাবে দুঃখিত” ভোলেবাবা, এল ভিডিও বিবৃতি

হাথরসকাণ্ডে “গভীরভাবে দুঃখিত” ভোলেবাবা, এল ভিডিও বিবৃতি

329 views
A+A-
Reset

নয়াদিল্লি : এই সপ্তাহের শুরুতে উত্তরপ্রদেশের হাথরসে একটি ‘সৎসঙ্গ’ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার চারদিন পর প্রকাশ্যে এল সেই অনুষ্ঠানের বক্তা ধর্মগুরু সুরজপাল সিংহ ওরফে ভোলে বাবার বিবৃতি। এই ঘটনায় তিনি যে “গভীরভাবে দুঃখিত”, সে কথাই জানিয়েছেন ভোলে বাবা।

একটি ভিডিও বিবৃতিতে বিবৃতিতে ভোলে বাবা বলেছেন, “ঈশ্বর আমাদের এই যন্ত্রণা সহ্য করার শক্তি দিন। দয়া করে সরকার ও প্রশাসনের প্রতি আস্থা রাখুন। আমার বিশ্বাস যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কেউই রেহাই পাবে না। শোকসন্তপ্ত পরিবার এবং আহতদের পাশে দাঁড়ানো এবং তাদের সারা জীবন সাহায্য করার জন্য আমি আমার আইনজীবী এপি সিং-এর মাধ্যমে আমি কমিটির সদস্যদের অনুরোধ করেছি।”

ভোলে বাবা, যিনি নারায়ণ সাকার হরি নামেও পরিচিত, পদপিষ্ট হওয়ার পর থেকে অধরা ছিলেন। তাঁর আইনজীবী এপি সিং গতকাল বলেছিলেন যে তিনি তদন্তে সহযোগিতা করবেন। আইনজীবী জানান, “আমাদের কাছে ক্ষতিগ্রস্তদের জেলাভিত্তিক তালিকা রয়েছে। যাঁরা পদপিষ্ট হয়ে মারা গেছেন, নারায়ণ সাকার হরির ট্রাস্ট তাঁদের পরিবারের শিক্ষা, স্বাস্থ্য এবং বিয়ের খরচ বহন করবে”।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের হাথরসে গত ২ জুলাই ধর্মীয় জমায়েতের আয়োজন করেছিলেন ভোলে বাবা। তার নাম দেওয়া হয়েছিল ‘সৎসঙ্গ’। প্রায় আড়াই লক্ষ মানুষের জমায়েত হয়েছিল। সেখানে বাবাকে প্রণাম করার জন্য আচমকা হুড়োহুড়ি শুরু হয়। ধাক্কাধাক্কিতে কয়েক জন পড়ে যান। এর পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। যা কয়েক মিনিটের মধ্যে বিপর্যয়ের আকার নেয়। পদপিষ্ট হয়ে সেখানে এখনও পর্যন্ত ১২১ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.