কলকাতা: আজ, শনিবার দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা। তবে, আগামী ৫ দিনের জন্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির আগাম সতর্কতা দেওয়া হয়নি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
ও দিকে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে আজ। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি (সাত থেকে ১১ সেন্টিমিচার)-র পূর্বাভাস রয়েছে।
বৃষ্টির জেরে কিছুটা নেমেছে তাপমাত্রা। আগামী ৭ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি থাকতে পারে। এরপর ৭ ও ৮ জুলাইও শহরের সর্বোচ্চ পারদ ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকতে পারে। এরপর ৯ থেকে ১১ জুলাই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ফের কিছুটা বেড়ে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে যেতে পারে।