কলকাতা: এ বার ‘নিট ইউজি’-র কাউন্সেলিং অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিল পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। আজ, শনিবার নিট-ইউজির কাউন্সেলিং হওয়ার কথা ছিল।
সংবাদ সংস্থা এএনআই – এর খবর অনুযায়ী, শনিবার নিট আয়োজক সংস্থা, ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে অনির্দিষ্টকালের জন্য নিট-ইউজির কাউন্সেলিং স্থগিত করে দেওয়া হয়।
এ বছরের ৫ মে নিট ইউজির আয়োজন করা হয়েছিল। গত ৪ জুন হঠাৎ করে ফলাফল প্রকাশ করে দেয় এনটিএ। এর পরই মেডিক্যাল প্রবেশিকায় প্রশ্ন ফাঁস হয়েছে বলে ওঠে অভিযোগ। শুধু তাই নয়, এই ইস্যুতে সুপ্রিম কোর্টে দায়ের হয় একাধিক মামলা। আদালতের কাছে নিট ইউজি পুরোপুরি বাতিলের দাবি জানানো হয়েছে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শনিবার এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের কাছে বলেন,‘‘সর্বভারতীয় পরীক্ষা এবং কাউন্সেলিং স্থগিত হওয়ার নেপথ্যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ব্যর্থতা। এক দিকে, কেন্দ্র ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা আয়োজন করতে ব্যর্থ হয়েছে, অন্য দিকে, অ-বিজেপি রাজ্যগুলি থেকে ডাক্তারি প্রবেশিকার অধিকার কেড়ে নিয়েছে। এখন তারই প্রভাব পড়ছে পড়ুয়াদের জীবনে। তাই দ্রুত রাজ্যগুলিকে পুরোনো পদ্ধতিতে ডাক্তারির প্রবেশিকার আয়োজন করার দায়িত্ব ফিরিয়ে দেওয়া হোক।’’