তীর্থযাত্রীদের নিয়ে বৈষ্ণোদেবী যাওয়ার পথে বাস দুর্ঘটনা, জম্মুতে খাদে পড়ে মৃত অন্তত ৮

শ্রীনগর: বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে জম্মু ও কাশ্মীরে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই একটি বাস। সেতু থেকে ছিটকে গভীর খাদে পড়ে যাওয়ার পরে অন্তত আট জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আহত আরও ২০ যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনায় প্রকাশ বাসটি অমৃতসর থেকে কাটরার দিকে যাচ্ছিল। বাসে মোট ৭৫ জন যাত্রী ছিলেন। জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কে ঝাজ্জার কোটলি এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। কাটরা থেকে এই দুর্ঘটনাস্থলের দূরত্ব অন্তত ১৫ কিলোমিটার। কাটরা হল বৈষ্ণোদেবী তীর্থযাত্রীদের বেস ক্যাম্প।

জম্মুর ডেপুটি কমিশনার (ডিসি) অবনি লাভাসা সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, গুরুতর আহতদের জম্মুর সরকারি মেডিক্যাল কলেজে আনা হয়েছে। অন্য ১২ জনকে ভর্তি করা হয়েছে স্থানীয় জনস্বাস্থ্য কেন্দ্রে।

Related posts

মাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে ৫৭, কোন স্কুলের কে পেল স্থান? রইল সম্পূর্ণ তালিকা

মাধ্যমিকে পাশের হার ৮৩.৩১ শতাংশ, ছেলেদের টেক্কা দিল মেয়েরা

আজ মাধ্যমিকের ফলাফল, কখন থেকে কোথায় কী ভাবে দেখা যাবে?