ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কবি শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা ঘোষ। শঙ্খবাবুর প্রয়াণের ঠিক আটদিনের মাথায় জীবনাবসান হল প্রতিমাদেবীর। বৃহস্পতিবার সকালে বাড়িতেই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৯ বছর। তিনিও করোনা আক্রান্তই ছিলেন। বাড়িতেই কোয়ারেনটিন করছিলেন। চলছিল চিকিৎসা।
বাংলা সাহিত্যের বিশেষ করে বাংলা কবিতার প্রবাদ পুরুষ কবি শঙ্খ ঘোষ করোনা সংক্রমণে প্রয়াত হন ২১ এপ্রিল। তিনিও করোনা সংক্রমিত হয়ে বাড়িতেই চিকিৎসারাত ছিলেন। তবে শেষ পর্যন্ত চিকিৎসায় তিনি আর সাড়া দেননি। স্ত্রী প্রতিমা ঘোষের জীবনাবসান হল। করোনা আক্রান্ত হয়ে প্রতিমা ঘোষ হোম আইসোলেশনেই ছিলেন। কবিজায়ারও বয়স হয়েছিল ৮৯ বছর। শঙ্খ ঘোষও ৮৯ বছরেই প্রয়াত হন। কবি শঙ্খ ঘোষ ও প্রতিমাদেবী একই সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তেন।
আরও পড়ুন: এবার নিক্কো পার্ক হবে কোভিড হাসপাতাল
উত্তর বঙ্গের জলপাইগুড়িতে প্রতিমা ঘোষের জন্ম । কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শঙ্খ ঘোষ ও প্রতিমাদেবী এক সঙ্গে পড়তেন। সেই তাঁদের পরিচয়। বিদ্যাসাগর মর্নিং কলেজে অধ্যাপনা করেছিলেন। সঙ্গে প্রতিমাদেবীর অসংখ্য বইও আছে। ৬৫ বছরের দাম্পত্য জীবনে একসঙ্গে কাটিয়েছিলেন শঙ্খবাবু এবং প্রতিমাদেবী। দীর্ঘ দিনের পথ চলায় ইতি টানলেল প্রতিমাদেবী।