ডেস্ক: শেষ দফাতেও শিরোনামে শীতলকুচি। চতুর্থ দফার নির্বাচনের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়। ওই দিন শীতলকুচির ১২৬ নম্বর বুথে ভোট প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। আজ শেষ দফার দিন ফের ভোট হচ্ছে সেই বুথে। আর এ দিন ফের অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তেজনা ছড়াল সেই বুথে।
শীতলকুচির ১২৬ নম্বর বুথে এ দিন সকাল থেকে শান্তিপূর্ণভাবেই ভোট প্রক্রিয়া শুরু হয়। নিহতদের পরিবারের অনেক সদস্যও ভোট দিতে আসেন এ দিন। কিন্ত বেলা বাড়তেই উত্তেজনা তৈরি হয়। বুথের ২০০ মিটারের মধ্যে বিজেপি প্রার্থী বরেন্দ্র চন্দ্র বর্মনের বিরুদ্ধে গাড়িতে বিজেপি-র পতাকা লাগিয়ে ঘোড়ার অভিযোগ ওঠে। শীতলকুচির তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়ের বক্তব্য, “স্থানীয় থানার আইসি কমিশনের হয়ে কাজ করছেন।”
আরও পড়ুন: বিজেপি- তৃণমূল সংঘর্ষ, রণক্ষেত্র বেলেঘাটা, ঝরল রক্ত
তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায় আইসি-কে কমিশনের দালাল বলে আঙুল উঁচিয়ে হুমকিও দেন। তিনি বলেন, ‘কমিশনের আধিকারিকদের সামনেই এ ভাবে পতাকা নিয়ে আসছেন বিজেপি প্রার্থী। আমরা সাধারণ মানুষকে নিয়ে প্রতিবাদ জানাতে বাধ্য হচ্ছি।’