জলের নীচে দিল্লির বিভিন্ন এলাকা, নতুন করে বৃষ্টিতে দুর্দশা চরমে

দিল্লির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলে বন্যা অব্যাহত। শনিবার সন্ধ্যায় নতুন করে ভারী বৃষ্টিপাতের সঙ্গেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

গত কয়েক দিন টানা বৃষ্টির জেরে যমুনার জলস্তর রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছিল। যমুনার জল ঢুকে ভাসছে দিল্লির বিভিন্ন এলাকা। মাঝে কিছুটা কমে। অনেক জায়গা থেকেই জল নেমেছে। কিন্তু যমুনার জলস্তর নামলেও শনিবার সন্ধ্যার বৃষ্টির কারণে জনজীবন আরও এক বার বিপর্যস্ত। তীব্র যানজট রাজধানীর রাস্তায়।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নতুন করে ভারী বৃষ্টির কারণে যমুনা নদীর জলস্তর ফের বেড়েছে। কেন্দ্রীয় জল কমিশনের রিপোর্ট অনুসারে সকাল ৬টায় যমুনার জলস্তর ২০৬.১৪ মিটারে দাঁড়িয়েছে।

অন্য দিকে, বিদেশ থেকে ফিরেই দিল্লির বন্যা পরিস্থিতি নিয়ে উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের