প্রথম পাতা খবর কিংবদন্তী নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্রর প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

কিংবদন্তী নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্রর প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

231 views
A+A-
Reset

কলকাতা: বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্রের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বার্ধক্যজনিত অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছিলেন বর্ষীয়ান নাট্যকার। সল্টলেকের ক্যালকাটা হার্ট ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। সোমবার রাতে তাঁর শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়। মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে তাঁর জীবনাবসান ঘটে। বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতে তাঁর অবদান অনস্বীকার্য, আর নাট্যজগতে তিনি সবার প্রিয় ‘বাঞ্ছারাম’ নামে সুপরিচিত ছিলেন।

মনোজ মিত্রের প্রয়াণের পর মুখ্যমন্ত্রী দার্জিলিং থেকে এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে লেখেন, “প্রখ্যাত নট, নাট্যকার ও পরিচালক, বঙ্গবিভূষণ মনোজ মিত্রর প্রয়াণে শোকাহত হলাম। বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতে তাঁর অবদান ছিল অসামান্য। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।”

আরও পড়ুন: প্রয়াত মনোজ মিত্র, সংস্কৃতি জগতে শোকের ছায়া

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.