ডেস্ক: করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে সংসদীয় কমিটির বৈঠক করার আর্জি জানিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুকে চিঠি দিল তৃণমূল ।
তৃণমূল সাংসদের দাবি, এর আগে গত বছর জুলাই ও অগাস্টে একই দাবিতে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু ভার্চুয়ালি সংসদীয় কমিটির সেই বৈঠকের দাবিতে দৃষ্টিপাত করেনি সরকার। ফলে ফের চিঠি দিতে হচ্ছে।দেশে বর্তমানে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে। সেকথা মনে করিয়ে দিয়ে ডেরেক লিখেছেন, গত ২ সপ্তাহ ধরে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ৩ লাখের উপরে। এই পরিস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমেই বৈঠক হোক। এছাড়া কনসালটেটিভ কমিটি ও সিলেক্ট কমিটির বৈঠকও ভার্চুয়াল মাধ্যমে শুরু করার দাবি জানানো হয়েছে ওই চিঠিতে।
আরও পড়ুন: নতুন পুরনো মিলিয়ে সেজে উঠছে মমতার মন্ত্রিসভা, দেখে নিন তালিকা
তবে সংসদের দুই কক্ষের গোপনীয়তা রক্ষার যে বিধান রয়েছে, তা অক্ষুণ্ণ রেখে সংসদীয় কমিটির বৈঠক শুরু করার দাবি জানিয়েছে তৃণমূল সংসদীয় দল। চিঠির শেষভাগে ডেরেক লিখেছেন, ‘দেশের সঙ্কটজনক পরিস্থিতির কথা মাথায় রেখে এবং পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করেই দ্রুত সংসদীয় কমিটির বৈঠক ডাকা হোক’।