প্রথম পাতা খবর রবীন্দ্র সদনে পালন করলেন রবীন্দ্রজয়ন্তীর, গান গাইলেন মুখ্যমন্ত্রী

রবীন্দ্র সদনে পালন করলেন রবীন্দ্রজয়ন্তীর, গান গাইলেন মুখ্যমন্ত্রী

101 views
A+A-
Reset

কলকাতা: আজ ২৫ শে বৈশাখ, কবিগুরু ১৬১তম জন্ম দিবস। সকাল সকাল ট্যুইট করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছিলেন মমতা। আর সন্ধেয় রবীন্দ্র সদনে পালন করলেন রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান। যদিও করোনার কালবেলায় একেবারেই সাদামাটা অনুষ্ঠান হয়েছে সদনে। 
ভার্চুয়ালি ‘কবিপ্রণাম’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাংলার অন্য শিল্পীরা।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে গান গাইতে শোনা যায়। ইন্দ্রনীল সেনের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতে গলা মেলান তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের গানের লাইন টুইট করেন, তিনি লেখেন, চিরনূতনেরে দিল ডাক, পঁচিশে বৈশাখ… বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে শ্রদ্ধা ও প্রণাম। ওনার আদর্শই আমাদের পাথেয় হয়ে উঠুক, এই কামনা করি।


মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমরা মনে করি বিশ্বকবি, আমাদের বিশ্বছবি। আমাদের সমস্ত কিছুর দিকনির্দেশক তিনি, আমাদের পথপ্রদর্শক তিনি। এবং তিনি বিশ্ববরেণ্য কবি, সারা বিশ্বকে বাংলার সঙ্গে যোগসূত্র করেছিলেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিকে বুকে নিয়েই আমরা যে কোনও কাজে এগিয়ে যাই। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.