Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আজ ধূপগুড়িতে ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় - NewsOnly24

আজ ধূপগুড়িতে ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়

৫ সেপ্টেম্বর মাস ধূপগুড়ি উপনির্বাচন। এই উপনির্বাচন ত্রিমুখী। বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং বাম–কংগ্রেস জোটের লড়াই হবে। ইতিমধ্যেই জোর কদমে প্রচার শুরু করেছে সবপক্ষ। আজ (শনিবার) ধূপগুড়িতে প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিজেপি বিধায়কের মৃত্যুতে উপনির্বাচন হচ্ছে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে। গত ২৫ জুলাই ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যু হয়। ফলে এই আসনটি ফাঁকা হয়ে যায়। তারপরই উপনির্বাচন ঘোষণা করা হয়। ৮ সেপ্টেম্বর হবে ভোটগণনা।

২০২১ সালে বিজেপির বিষ্ণুপদ রায় ১,০৪,৬৮৮ ভোট পান। সেখানে তৃণমূলের মিতালি রায় ১,০০,৩৩৩ ভোট পেয়েছিলেন। ৪, ৩৫৫ ভোটে জয়ী হন প্রয়াত বিজেপি নেতা। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির সামান্য হলেও বদল হয়েছে। সদ্য শেষ হওয়া পঞ্চায়েত ভোটে উত্তরের জেলায় ভাল ফল করেছে তৃণমূল।

ফলে তৃণমূল কংগ্রেস আসনটি জিতে উত্তরের জেলায় বিজেপিকে চাপে রাখতে চাইছে। বিধায়ক সংখ্যাও বাড়াতে চায় শাসকদল। আর বাম-কংগ্রেস জোট চাইছে শাসক-বিরোধীর ভোট কাটাকাটিতে নিজেদের প্রার্থীকে জিতিয়ে নিতে। উত্তরের জেলাগুলি থেকেই নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের প্রচারেও উত্তরের জেলায় গিয়েছিলেন অভিষেক। এবার ধূপগুড়ি উপনির্বাচনেও ভাল ফল করতে আশাবাদী বাংলার শাসক দল। ফলে অভিষেকের এ দিনের সভা রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Related posts

জানুয়ারির শেষে ফের কনকনে শীতের ইঙ্গিত, আপাতত স্থিতাবস্থায় কলকাতার আবহাওয়া

অসুস্থ টুটু বোসের এসআইআর শুনানি বাড়িতেই, পরিবারকে হাজিরার নির্দেশ—সমালোচনার মুখে কমিশনের সাফাই

বাঁকুড়ায় ফর্ম-৭ বোঝাই গাড়ি ঘিরে রহস্য, আটকাল তৃণমূলকর্মীরা, আটক ২ বিজেপি কর্মী