উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। প্রাথমিক ভাবে জানা গেছে, চণ্ডীগড় যাওয়ার পথে উত্তরপ্রদেশের গোন্ডাতে লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের ১২টি বগি। আহত বহু, কয়েকজনের মৃত্যুর আশঙ্কা।
১৫৯০৪ ডিব্রুগড় এক্সপ্রেস চণ্ডীগড় থেকে ডিব্রুগড় পর্যন্ত যায়। বৃহস্পতিবার রাত ১১টা ৩৯ মিনিটে চণ্ডীগড় ছেড়েছিল এই ট্রেন। বৃহস্পতিবার দুপুরের একটু পরে ট্রেনটি গোন্ডা ও মনকাপুরের মাঝে জিলাহী স্টেশনের কাছে পৌঁছলে এই দুর্ঘটনা ঘটে। এখন আপাতত উদ্ধারকাজে নজর দিচ্ছে রেল।
ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। উত্তরপ্রদেশ সরকারের তরফে ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।
উত্তর-পূব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ সিংহ বলেন, ‘‘গোন্ডার কাছে মোতিগঞ্জ এবং জিলাহির মাঝখানে ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়ে। কী ভাবে এই ঘটনা ঘটল তা তদন্তসাপেক্ষ। আপাতত উদ্ধারকাজ চলছে। তিন-চার জন মারা গিয়েছেন বলে জানতে পেরেছি। হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে কিছু ক্ষণ পর বলা সম্ভব হবে। উদ্ধারকাজ শেষ হয়নি। উদ্ধার করে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।’’